অবৈধ সিসা বিক্রির অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানার একটি মামলায় রেস্তোরাঁ মালিক এবং ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ নয়জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেয়।
অন্য আসামিরা হলেন- রাকিবুল ইসলাম রাফি, সাদিকুল ইসলাম সুমন, তৌফিকুল ইসলাম, রিফাত হাসান, রবিউল হাসান, মিনহাজুর রহমান তাজবীর, মেহেদী হাসান এবং সাইমুম ইসলাম।
এদিন আসামিদের আদালতে হাজির করে গুলশান থানার উপপরিদর্শক মো. হাবিবুর রহমান তাদের কারাগারে পাঠানোর আবেদন করেন। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, শনিবার ভোরে গুলশান থানার বারিধারার ডিপ্লোম্যাটিক জোনের নেক্সাস ক্যাফে প্যালেস রেস্টুরেন্টে অবৈধ মাদকদ্রব্য বিক্রির তথ্য পায় পুলিশ। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পলায়নের চেষ্টা করলে তাদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে ৬ দশমিক ৭ কেজি সিসা, ৭টি সিসা স্ট্যান্ড ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
ক্যাসিনোবিরোধী অভিযানে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে সেলিম প্রধানকে গ্রেপ্তার করেছিল র্যাব। এরপর তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, দেশি-বিদেশি মুদ্রা এবং অন্যান্য মালামাল জব্দ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছিল, সেলিম প্রধান বাংলাদেশে অনলাইন ক্যাসিনো এবং অনলাইন জুয়ার মূল হোতা ছিলেন।
তিনি বিদেশে ব্যাপক পরিমাণে টাকা পাচার করেছেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে একটি মামলায় চার বছরের সাজা ভোগ করেছেন।