ক্যানবেরায় প্রাক্তন কুয়েট শিক্ষার্থীদের পুনর্মিলনী

টাইমস রিপোর্ট
1 Min Read

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় আনন্দঘন পরিবেশে হয়ে গেল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রাক্তন শিক্ষার্থীদের এক বিশেষ পুনর্মিলনী অনুষ্ঠান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সময় শনিবার সকালে ক্যানবেরার ওডেনের সাউদার্ন ক্রস ক্লাবে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশের হাইকমিশনার এফএম বোরহানউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেল এমপি ডেভিড স্মিথ।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত কুয়েট স্নাতকরা অংশ নেন। ছিল আন্তরিক স্বাগত বক্তব্য, পরিচিতিমূলক পর্ব, স্মৃতিচারণ, এবং প্রাণবন্ত নেটওয়ার্কিং। মধ্যাহ্নভোজে পরিবেশিত হয় ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার ও স্থানীয় অস্ট্রেলিয়ান স্বাদের একটি চমৎকার মিশ্রণ, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল ভোজনের পাশাপাশি সংস্কৃতির সংযোগের এক অনন্য অভিজ্ঞতা।

আয়োজকরা জানান, এই পুনর্মিলনী শুধুই একটি সামাজিক অনুষ্ঠান নয়—এটি ছিল প্রবাসী বাংলাদেশির শিকড়, মূল্যবোধ এবং কুয়েট পরিবারের প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। এতে অংশ নিতে পেরে তারা সকলে গর্বিত।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *