কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালনের আখড়াবাড়িতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
শুক্রবার রাজবাড়ী জেলার মাজারে হামলার পরিপ্রেক্ষিতে শনিবার সকালে লালন আখড়াবাড়ির প্রধান গেটের সামনে পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ জানায়, রাজবাড়ীতে ঘটিত ঘটনার প্রেক্ষিতে এবং কিছু অন্যান্য ইস্যু মাথায় রেখে জেলার নিরাপত্তা বাড়ানো হয়েছে। এরই অংশ হিসেবে লালন আখড়াবাড়িতেও পুলিশ মোতায়েন করা হয়।
এদিন বিকালে লালনের আখড়াবাড়িতে গিয়ে, প্রবেশ গেট পার হয়ে গোলঘরের সামনে পুলিশ উপ-পরিদর্শক (এএসআই) আলম হোসেনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘রাজবাড়ী মাজার কেন্দ্রিক একটি ঘটনা ঘটেছে। সম্ভবত সেখান থেকে বাড়তি সতর্কতার কারণে আমাদের এখানে পাঠানো হয়েছে। এখন থেকে পালা করে ২৪ ঘণ্টা মাজারের নিরাপত্তায় পুলিশ দায়িত্ব পালন করবে।‘
কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, কিছু বিশেষ কারণে লালনের আখড়াবাড়িতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।