কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

টাইমস রিপোর্ট
1 Min Read

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠেয় বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ফেনীসহ বোর্ডের আওতাধীন ছয় জেলার কয়েকটি স্থানের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বুধবার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাছরীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার অনুষ্ঠেয় তিন বিষয়ের পরীক্ষার সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার পদার্থ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবদ্যা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বুধবার সারাদিন পর্যবেক্ষণের পর বন্যা পরিস্থিতির উন্নতির খবর না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, সারা দেশের আলিম ও কারিগরির এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। বুধবার রাতে মাদ্ররাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সূত্রে এ তথ্য জানা গেছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *