বাংলাদেশের জন্য গৌরবময় ঘটনা! মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো নির্বাচিত হলো বাংলাদেশের কোনো স্বল্পদৈর্ঘ্য ছবি। ‘আলী’ নামের এই ১৫ মিনিটের চলচ্চিত্র পরিচালনা করেছেন আদনান আল রাজীব। শুক্রবার (২৫ এপ্রিল) উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয় নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের তালিকা।
আগামী ১৩ মে পর্দা উঠবে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের। এতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতা করবে বাংলাদেশের ‘আলী’।
এবারের আসরে জমা পড়েছে ৪ হাজার ৭৮১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্য থেকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে ১১টি। সেগুলোর মধ্যে অ্যানিমেটেড ছবি ২টি।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি জানিয়ে আদনান আল রাজীব লিখেছেন, ‘কিছু ছবির যাত্রা পাণ্ডুলিপি দিয়ে শুরু হয় না। বরং কোনো বিশ্বাস থেকে শুরু হয় যে, যেসব গল্পের চারপাশে আমরা বেড়ে উঠেছি সেগুলো বিশ্বের বৃহৎ মঞ্চে জায়গা করে নিতে পারে। ‘আলী’ ছিল সেই বিশ্বাস। আমার পরিচালিত ‘আলী’ কান উৎসবে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। এটা অবাস্তব মনে হচ্ছে! খবরটা আমার পক্ষে বিশ্বাস করা কঠিন! কিন্তু এটাই বাস্তব। বন্ধুত্ব, পাগলামি ও অবিচল বিশ্বাস থেকে কী তৈরি হতে পারে এই অর্জন তারই প্রমাণ।”

২০২৪ সালে কান উৎসবের সমান্তরাল বিভাগ ক্রিটিকস’ উইকে নির্বাচিত ফিলিপাইনের আরভিন বেলারমিনো পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘র্যাডিক্যালস’-এ সহ-প্রযোজক হিসেবে কাজ করেছেন। সেই প্রসঙ্গ টেনে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে আদনান আল রাজীব যোগ করেছেন, ‘আমি একজন প্রযোজক হিসেবে কানে দাঁড়িয়েছিলাম। এবার আমি একজন পরিচালক হিসেবে ফিরছি। এবার আমরা অফিসিয়াল প্রতিযোগিতায় পা রেখেছি! তবে সিনেমা কখনোই একক যাত্রা নয়। এটি সুন্দর কোলাহল আর একসঙ্গে স্পন্দিত হওয়া কিছু হৃদয়ের ঐকতান।’
‘আলী’র গল্প প্রসঙ্গে সামান্য ধারণা দিয়ে আদনান আল রাজীব বলেন, ‘ব্যক্তিজীবনের ভেতর দিয়ে আমরা একটি অনিবার্য সত্যকে আবিষ্কারের চেষ্টা করেছি। সহজ-সরল ও সুন্দর ঢঙে কাজটি করার চেষ্টা ছিল আমাদের।’
‘আলী’ যৌথভাবে প্রযোজনা করেছেন তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। কানে নির্বাচিত হওয়ার ঘটনা দেশের চলচ্চিত্র সংশ্লিষ্টদের তো আনন্দিত করবেই, তরুণদের অনেক বেশি অনুপ্রাণিত করবে বলে মনে করেন তানভীর হোসেন। তার কথায়, ‘আমাদের ছবি কানের প্রতিযোগিতায় জায়গা করে নেওয়া অনুপ্রেরণাদায়ক ঘটনা বলেই মনে করি। এর মাধ্যমে বার্তা দেওয়া যায়, আমরাও বিশ্বমানের কাজ করি।’
আদনান আল রাজীব জানালেন, ২০২৪ সালের নভেম্বরে সিলেটে ‘আলী’র দৃশ্যধারণ হয়েছে। এর লাইন প্রোডাকশন তত্ত্বাবধান করেছে রানআউট ফিল্মস। স্বল্পদৈর্ঘ্য ছবিটির নির্বাহী প্রযোজক হাবিবুর রহমান তারেক।

৭৮তম কান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার জন্য নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো– বাংলাদেশের আদনান আল রাজীবের ‘আলী’ (১৫ মিনিট), ফিলিপাইনের আরভিন বেলারমিনো ও কাইলা ড্যানেল রোমেরোর ‘আগাপিতো’ (১৫ মিনিট), চীনের জাওগুয়াং লো ও শুহান লিয়ো পরিচালিত ‘লিলি’ (১৪ মিনিট), যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েল অ্যাব্রান্টেস পরিচালিত ‘আর্গুমেন্টস ইন ফেভার অব লাভ’ (৯ মিনিট), ইসরায়েলের তৌফিক বারহোম পরিচালিত ‘আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ’ (১৩ মিনিট), ফ্রান্সের সন্ড্রা দেমাজিয়ের পরিচালিত ‘ফিল দো ল্যু’ (১৫ মিনিট), মার্টিন ফ্রসাঁ পরিচালিত ‘হাইপারসেনসিটিভ’ (৯ মিনিট), গ্রেগোয়ার গ্রাসলাঁ পরিচালিত ‘ড্যামেন’ (১৫ মিনিট), হাঙ্গেরির বালিন্ট কেনিয়েরেশ পরিচালিত ‘দ্য স্পেকট্যাকল’ (১৫ মিনিট), পর্তুগালের ইনেস নুনিসের ‘দ্য লোনলিনেস অব লিজার্ডস’ (১৫ মিনিট), দক্ষিণ আফ্রিকার ডিয়ান ভাইসের ‘ভালচার্স’ (১৫ মিনিট)।
এরমধ্যে ফিলিপাইনের আরভিন বেলারমিনো ও কাইলা ড্যানেল রোমেরোর ‘আগাপিতো’তে সহ-প্রযোজক হিসেবে কাজ করেছেন আদনান আল রাজীব। সেদিক দিয়ে একই আসরে তার দুটি ছবি প্রতিযোগিতায় থাকছে। বাংলাদেশের আর কোনো নির্মাতার এমন অর্জন নেই! ‘আগাপিতো’র আরেক বাংলাদেশি সহ-প্রযোজক তানভীর হোসেন।
‘আলী’ ছবির মূল প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্যাটালগ’। এটি মূলত আদনান আল রাজীব, তানভীর হোসেন, ক্রিস্টিন ডি লিওন ও আরভিন বেলারমিনোর নির্মাণ প্রতিষ্ঠান। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার চলচ্চিত্র নির্মাণে সংযোগ স্থাপন করা তাদের উদ্দেশ্য। এরই অংশ হিসেবে বাংলাদেশ থেকে ‘আলী’ ও ফিলিপাইন থেকে ‘আগাপিতো’ তৈরি হয়েছে। দুটিই জায়গা করে নিয়েছে কানের প্রতিযোগিতায়। একই প্রতিষ্ঠান থেকে প্রযোজিত দুটি ছবির এমন অর্জন বিরল।

কান উৎসবে মূল প্রতিযোগিতার পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগেও স্বর্ণপাম দেওয়া হয়। আগামী ২৪ মে সমাপনী অনুষ্ঠানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সেরা ছবিকে স্বর্ণপাম দেওয়া হবে। অন্য ১০টি ছবির সঙ্গে ‘আলী’ এই স্বীকৃতির জন্য লড়বে।
এবারের আসরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও লা সিনেফ বিভাগে প্রধান বিচারক থাকছেন জার্মান পরিচালক মারেন আদে। তার নেতৃত্বে বিচারক প্যানেলে কাজ করবেন আমেরিকান পরিচালক রেইনাল্ডো মার্কাস গ্রিন, ফরাসি গায়িকা-অভিনেত্রী ক্যামেলিয়া জর্ডানা, স্প্যানিশ প্রযোজক হোসে মারিয়া প্রাদো গার্সিয়া, ক্রোয়েশিয়ান পরিচালক নেবয়শা স্লিয়েপসেভিচ।
এদিকে শিক্ষার্থী নির্মাতাদের বিভাগ লা সিনেফের ২৮তম আসরে জমা পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের ২ হাজার ৭০০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্য থেকে নির্বাচিত হয়েছে ১৬টি। এগুলোর মধ্যে অ্যানিমেটেড ছবি ৩টি। পর্তুগালের স্কুল অব আর্টস, ডেনমার্কের সুপার সিক্সটিন ও এস্টোনিয়ান অ্যাকাডেমি অব আর্টস প্রথমবার লা সিনেফে জায়গা পেয়েছে। আগামী ২২ মে পালে দে ফেস্টিভ্যাল ভবনের বুনুয়েল থিয়েটারে লা সিনেফ বিভাগের পুরস্কার বিতরণ করবেন বিচারকরা। এরপর দেখানো হবে পুরস্কৃত ছবিগুলো।