কাজী মোতাহার হোসেনের জন্মবার্ষিকীতে দাবা প্রতিযোগিতা

টাইমস ন্যাশনাল
1 Min Read
কাজী মোতাহের হোসেনের গ্রামের বাড়িতে দুই দিনব্যাপী দাবা খেলার উদ্বোধন। ছবি: টাইমস

পরিসংখ্যানবিদ, সাহিত্যিক ও দাবাড়ু কাজী মোতাহার হোসেনের ১২৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার কুষ্টিয়ার কুমারখালীর চৌরঙ্গীগ্রামে দুই দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)বিজয় কুমার জোয়ার্দার।

কাজী মোতাহার হোসেনের গ্রামের বাড়িতে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারতের চারজনসহ দেশের বিভিন্ন অঞ্চলের দাবাড়ুরা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

গ্রামে দাবা খেলার প্রচলন বৃদ্ধি ও বিশিষ্ট দাবাড়ু কাজী মোতাহার হোসেনের স্মৃতি ধরে রাখার লক্ষ্যে এমন আয়োজনের কথা জানিয়েছেন আয়োজক জাহাঙ্গীর আলম মোহন। তিনি বলেন, `এতে দেশ ও বিদেশ থেকে ৫৪ জন নানা বয়সী খেলোয়ার অংশ নিয়েছেন।’

শনিবার বিকেল ৫টায় পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে এই আয়োজন।

পরিসংখ্যানবিদ, সাহিত্যিক ও দাবাড়ু কাজী মোতাহার হোসেন ১৮৯৭ সালের ৩০ জুলাই তৎকালীন নদীয়া জেলা কুষ্টিয়ার কুমারখালীর চৌরঙ্গী এলাকায় জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালের ৯ অক্টোবর ঢাকায় তার মৃত্যু হয়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *