দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনির ভেতরে এক দুর্ঘটনায় ওয়াং জিয়াং গো নামে এক চীনা নাগরিক নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকাল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ওয়াং জিয়াং গো বড় পুকুরিয়া কয়লা খনিতে শিফট ম্যানেজার হিসেবে দ্বায়িত্ব পালন করতেন বলে জানা গেছে।
সহকর্মীরা জানান, মঙ্গলবার কয়লা খনিতে প্রায় ১৫ শ’ মিটার গভীরের ১৩০৫ নম্বর ফেজ থেকে কয়লা উত্তোলন চলছিল। বিকেলে মেশিনপত্র পাশের ১৪০৬ নম্বর ফেজে স্থানান্তরের কাজ চলছিল। বিকেলে এ কাজ চলার সময় সোয়া ৫টার দিকে একটি মেশিনের নিচে চাপা পড়েন ওয়াং জিয়াং।
তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।
কয়লা খনির মাইন অপারেশনের উপ-মহাব্যবস্থাপক খান জাফর সিদ্দিক এ বিষয়ে বলেন, ‘খনিতে কয়লা উত্তোলন শেষে মেশিনপত্র স্থানান্তরের কাজ চলার সময় দুর্ঘটনা ঘটে। এতে কর্মরত এক চীনা নাগরিক নিহত হয়েছেন।’
বড়পুকুরিয়া আইসি ফাঁড়ির উপপরিদর্শক মিন্টু চন্দ্র রায় জানান, খনিতে দুর্ঘটনায় নিহত চীনা নাগরিকের লাশ কোথায় দাফন করা হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। মরদেহ সংরক্ষণ ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।