চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশিত হচ্ছে, এর মধ্যদিয়ে প্রায় ১৯ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
এবার ফলাফল কেন্দ্রীয়ভাবে নয়, দেশের ১১টি শিক্ষা বোর্ডের মাধ্যমে পৃথকভাবে প্রকাশ করা হবে। বোর্ড গুলো হলো: ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
ফলাফল বৃহস্পতিবার দুপুর ২টায় বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানা যাবে। শিক্ষা মন্ত্রণালয় বা সংবাদপত্রে ফল প্রকাশ করা হবে না।
শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বছর এবং বোর্ডের নাম সিলেক্ট করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করে ফলাফল জানতে পারবে।
ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে:
ফল জানবেন যেভাবে: আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষাবোর্ড সিলেক্ট করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করে ফল জানা যাবে। এছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ: SSC Dha ৬৫৪৩২১ ২০২৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে জানা যাবে ফল।
দাখিলের ফল পেতে Dakhil লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। কারিগরি বোর্ডের ক্ষেত্রে SSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।