ব্যাঙ্গ ও ড্রামার মিশ্রণ দেখা গিয়েছিল আরিয়ান খান ‘দ্য বা**ডস অব বলিউড’-র টিজারে। বলিউড বাদশার ছেলে পরিচালিত প্রথম সিনেমার প্রিভিউ এসেছে বুধবার।
মুম্বাইয়ের যশরাজ ফিল্মস স্টুডিওতে আয়োজিত জমকালো অনুষ্ঠানে আরিয়ান খানের সঙ্গে উপস্থিত ছিলেন তার বাবা শাহরুখ খান ও মা গৌরী খান।
টিজারের সেই ঝলক আরও স্পষ্ট হয়েছে প্রকাশিত প্রিভিউতে। শুরুতেই শোনা যায় সংলাপ- “মুম্বাই, সিটি অব ড্রিমস, কিন্তু এই শহর সবার নয়।”
এরপরেই প্রবেশ করেন প্রধান অভিনেতা লক্ষ্ম্য, যার চরিত্রের নাম আসমান সিং। তিনি এক উচ্চাকাঙ্ক্ষী নবাগত, যিনি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করতে দৃঢ়প্রতিজ্ঞ।
রাঘব জুয়াল অভিনয় করেছেন আসমানের বন্ধু আকাশ চরিত্রে, যিনি বন্ধুর ব্লকবাস্টার হিটের পর তাকে নিয়ে উদযাপন করতে চান। ববি দেওলকে দেখা যাবে সুপারস্টার অজয় তলওয়ার চরিত্রে এবং সাহের বাম্ববার তাঁর মেয়ের ভূমিকায়। দেখা গেছে সালমান খান, রাণবীর সিং ও করণ জহরকেও।
মোনা সিং অভিনয় করছেন আরিয়ান খানের অনস্ক্রিন মা আর প্রযোজকের ভূমিকায় থাকছেন মনীশ চৌধুরী।
প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি শোটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এটি এক উচ্চাকাঙ্ক্ষী আউটসাইডার ও তার বন্ধুদের গল্প, যারা বলিউডের বিশাল অথচ অনিশ্চিত দুনিয়ায় নিজেদের জায়গা তৈরি করার লড়াই চালিয়ে যাচ্ছে।