এনসিপি নেতা হান্নান মাসউদকে ‘শো কজ’

টাইমস রিপোর্ট
2 Min Read
এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ ও দলের 'শো কজ' নোটিশ। কোলাজ ছবি: টাইমস
Highlights
  • ‘এতদ্বসত্ত্বেও, আপনি সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে আটক তিনজনের মুচলেকা প্রদান করে থানা থেকে তাদেরকে জামিন করিয়েছেন’, যোগ করা হয় এতে।

রাজধানীর ধানমন্ডিতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক’ পরিচয়ে আটক তিনজনকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে কারণ দর্শনোর নোটিশ (শো কজ) দিয়েছে তার দল।

বুধবার সকালে দেওয়া এই নোটিশে তার বিরুদ্ধে ‘শৃঙ্খলা ভঙ্গের’ অভিযোগ তুলে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

নোটিশে অভিযোগ করে বলা হয়, ‘গতকাল মঙ্গলবার ধানমণ্ডি থানার আওতাভুক্ত একটি আবাসিক এলাকায় “সমন্বয়ক” পরিচয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে তিনজন ব্যক্তিকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কেন্দ্রীয় কমিটি কর্তৃক উক্ত তিনজনের অন্যতম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিকতা স্খলনজনিত কারণে অব্যহতি প্রদান করা হয়।’

‘এতদ্বসত্ত্বেও, আপনি সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে আটক তিনজনের মুচলেকা প্রদান করে থানা থেকে তাদেরকে জামিন করিয়েছেন’, যোগ করা হয় এতে।

যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত নোটিশে জানতে চাওয়া হয়,

‘উক্ত ঘটনার প্রেক্ষিতে আপনার ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত বিবরণ আগামী তিন (০৩) দিনের মধ্য শৃঙ্খলা কমিটির প্রধানের নিকট উপস্থাপন করার জন্য নির্দেশনা দেওয়া হলো।’

এর আগে, মঙ্গলবার রাতে ওই ঘটনার বর্ণনা দিয়ে অভিযুক্ত হান্নান মাসউদ ফেসবুক পোস্টে দাবি করেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার সাজ্জাত আলীর অনুরোধে তিনি ধানমন্ডি থানায় গিয়ে সমঝোতার জেরে তিনজনকে ছাড়িয়ে আনেন। এতে ‘মব জাস্টিস’ রোখা সম্ভব হয়েছে বলেও তার দাবি।

এনসিপি নেতা হান্নান মাসউদ লেখেন, ‘মোহাম্মদপুর থানা বৈবিছাআ’র আহ্বায়কসহ তিনজনকে আটক করা হয় মবসৃষ্টির চেষ্টাকালে, যার ফলে বৈবিছাআ’র পরিচয়ে স্টুডেন্টরা ধানমন্ডি থানায় গিয়ে ঝামেলা সৃষ্টি করছিল। এ বিষয়ে ডিএমপি কমিশনারের অনুরোধে  আমি সেখানে যাই। সেখানে গেলে প্রশাসনের অনুরোধে বিষয়টির মধ্যস্থতা করি, যেহেতু প্রশাসন ওদের বিরুদ্ধে কোন অভিযোগ রুজু করেননি, এবং করতেও চাচ্ছিল না।’

‘আর তাছাড়া ফ্যাসিবাদবিরোধী একটা মঞ্চের ব্যানারে নিয়মিত মব সৃষ্টি করা ব্যক্তিদের মধ্যেও একজন সেখানে ছিলো, যেটা পরবর্তীতে আমি জানতে পারি। এই বিষয়ে প্রশাসনকে পরিপূর্ণ সহযোগিতা করা হচ্ছে, ইনশাআল্লাহ এই মবসৃষ্টির মূলহোতারা দ্রুত এরেস্ট হবে। ডিএমপিকে ওদের ব্যাপারে ইনফর্ম করা হয়েছে’, যোগ করেন মাসউদ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *