কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা একটি পাঁচতাঁরা হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন, এমন খবর কয়েকটি গণমাধ্যমে প্রকাশ হলেও এনসিপি নেতারা তা অস্বীকার করেছেন। তারা বলছেন, নিছক ভ্রমণের জন্য কক্সবাজারে তাদের আগমন ।
তবে জুলাই গণঅভ্যুত্থান দিবসেই নিরাপত্তা ছাড়া নেতাদের কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা (আগের নাম রয়েল টিউলিপ হোটেল এন্ড স্পা) নামে বিলাসী হোটেলে অবকাশ যাপন নিয়ে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন টাইমস অব বাংলাদেশকে জানান, এনসিপি নেতাদের কক্সবাজার আসার খবর নিশ্চিত হলেও, দুপুর পর্যন্ত তারা হোটেল রয়েল টিউলিপে পৌঁছাননি।
তিনি বলেন, ‘ওই হোটেলে মঙ্গলবার কোনো বিদেশি অতিথি নেই।’
এনসিপির চার শীর্ষ নেতাসহ ৫ জন কক্সবাজার এসেছেন বলে দলের যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন নিশ্চিত করেছেন। টাইমস অব বাংলাদেশকে তিনি বলেন, ‘তারা কেবলই ঘুরতে এসেছেন, কোনো বৈঠকের জন্য নয়।’ তিনি আরও বলেন, ‘তাসনিম জারার স্বামীও তাদের সাথে আছেন।’
এসএম সুজা উদ্দিন বলেন, কিছুক্ষণ আগে নাসির উদ্দিন পাটোয়ারীর সাথে আমার কথা হয়েছে। তাকে জিজ্ঞেস করেছিলাম, এসব কী শুনছি? নাসির ভাই বলেছেন, ‘লোকজন বললে ভাই কী করবো!’
খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার সকালে ঢাকা থেকে বিমানে কক্সবাজার আসেন এনসিপির শীর্ষ চার নেতা। তারা হলেন- হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারী এবং ডা. তাসনিম জারা।
প্রথমে স্থানীয় প্রশাসন এবং হোটেল সূত্রে পাওয়া খবরে- এনসিপি নেতারা সেখানে আসলেও পিটার হাসের সঙ্গে তাদের বৈঠকের বিষয় নিশ্চিত করা যায়নি।