এনসিপির সমাবেশে হামলার বিচার হবে: সরকার

টাইমস রিপোর্ট
1 Min Read
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ছবি: অনিক রহমান/টাইমস

‘গোপালগঞ্জে শান্তিপূর্ণ’ এনসিপির সমাবেশে হামলায় দায়ীদের বিচার অবশ্যই নিশ্চিত করা হবে। তারা কোনোভোবেই বিচার এড়াতে পারবে না বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

বুধবার বিকালে অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, ’এই বর্বরতার জন্য যারা দায়ী, তারা বিচার এড়াতে পারবে না। এটা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হোক যে, সহিংসতার কোনো স্থান বাংলাদেশে দেশে নেই। তাদের বিচার অবশ্যই নিশ্চিত করা হবে।’

গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা সম্পূর্ণরূপে অমার্জনীয়। তরুণ নাগরিকদের তাদের বিপ্লবী আন্দোলনের এক বছরপূর্তি উপলক্ষে শান্তিপূর্ণ সমাবেশ করতে বাধা দেওয়া তাদের মৌলিক অধিকারের লঙ্ঘন ও খুবই লজ্জাজনক, বিবৃতিতে বলা হয়।

এতে আরও বলা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য, পুলিশ ও সাংবাদিকরা নৃশংস হামলার শিকার হয়েছেন। তাদের যানবাহন ভাঙচুর করা হয়েছে এবং তাদের ওপর বর্বরভাবে হামলা চালানো হয়েছে।

এই জঘন্য হামলায় দায়ী নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মী বলে অভিযোগ রয়েছে। দ্রুত শনাক্ত করে কঠোরভাবে শাস্তির আওতায় আনতে হবে। বাংলাদেশের কোনো নাগরিকের ওপর এমন সহিংসতার কোনো স্থান নেই।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের প্রশংসা করি। ছাত্র ও সাধারণ জনগণের সাহস ও সহনশীলতার প্রতি শ্রদ্ধা জানাই। কারণ, তারা হুমকি ও সহিংসতা সত্ত্বেও তাদের সমাবেশ চালিয়ে গেছেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *