‘এক দফা দাবি’তে উত্তাল কুয়েট, ভাঙল হলের তালা

টাইমস রিপোর্ট
1 Min Read
ভিসির পদত্যাগের 'এক দফা দাবি'তে উত্তাল কুয়েটে ১৫ এপ্রিল তালা ভেঙে ছয়টি হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। ছবি: ফোকাস বাংলা
Highlights
  • শিক্ষার্থীরা ছয়টি ছেলেদের হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। একইসঙ্গে তারা নতুন উপাচার্যের অধীনে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদের পদত্যাগের ‘এক দফা দাবি’তে আন্দোলনে উত্তাল হয়ে উঠেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে তারা বলেন, ভিসি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন এবং দমন-পীড়ন চালিয়েছেন—এ কারণে তার অপসারণই এখন একমাত্র দাবি।

বক্তব্যের পর শিক্ষার্থীরা ছয়টি ছেলেদের হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। একইসঙ্গে তারা নতুন উপাচার্যের অধীনে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান।

ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। এরপর ক্যাম্পাসে তালা দেওয়া হয় এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়। প্রশাসন অজ্ঞাত ৪০০-৫০০ জনের বিরুদ্ধে মামলা করে।

সাম্প্রতিক সিন্ডিকেট সভায় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়, যা আন্দোলনকারীরা প্রত্যাখ্যান করেন। আন্দোলনের অংশ হিসেবে তারা ‘মেক কুয়েট ফ্রি এগেইন’ কর্মসূচি পালন করে।

তালা ভাঙার বিষয়ে উপাচার্য বলেন, বিষয়টি সিন্ডিকেটে উপস্থাপন করা হবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *