নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেছেন সাইফ হাসান। কাঁধের চোটে ছিটকে যাওয়ার শংকা থাকলেও একাদশে আছেন পারভেজ হোসেন ইমন। অনুশীলনে চোট পেয়ে এই ম্যাচে নেই শামীম হোসেন। তিন পেসার, দুই স্পিনার ও ছয় ব্যাটার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ব্যাটিং সহায়ক হিসেবেই পরিচিত। তবে প্রথম টি-টোয়েন্টির উইকেটে আছে ঘাসের ছোঁয়া। উইকেট কেমন আচরণ করে, সেটা দেখতেই আগে বোলিংয়ের সিদ্ধান্ত লিটনের। টসের সময় লিটন নিজেও বলছিলেন, এত ঘাসের উইকেটে এর আগে বাংলাদেশের কোনো মাঠে তিনি খেলেননি।
সর্বশেষ ম্যাচের একাদশ থেকে এসেছে পাঁচটি বদল। নাঈম শেখ ও মেহেদী হাসান মিরাজ নেই এই সিরিজ এবং এশিয়া কাপের দলে। চোটের কারণে নেই শামীম। স্কোয়াডে থাকলেও জায়গা হয়নি নাসুম আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিনের।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’ডাউড, ভিক্রমজিত সিং, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), শারিজ আহমাদ, নোয়াহ ক্রোয়েস, কাইল ক্লেইন, টিম প্রিঙ্গল, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন ও ড্যানিয়েল ডোরাম।