একসঙ্গে তিন পর্বের সিনেমায় শাকিব

টাইমস রিপোর্ট
2 Min Read
শাকিব খান। ছবি: সংগৃহীত

সাধারণত সিক্যুয়েল কখনও একসঙ্গে মুক্তি দেওয়া হয় না। প্রতিটা পর্ব আলাদা সময়ে দর্শকদের সামনে আনা হয়। তবে শাকিব খানকে নিয়ে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন মেহেদী হাসান হৃদয়। ‘বরবাদ’খ্যাত এ নির্মাতা শাকিব খানকে নিয়ে এমন এক ছবির পরিকল্পনা করছেন যেটি নির্মিত হবে তিন পর্বে। তবে সবগুলো পর্ব একই দিনে মুক্তি পাবে।

নির্মাতা গণমাধ্যমকে জানান, ঢালিউড সুপারস্টারকে নিয়ে ইতিমধ্যেই একটি সিনেমার পরিকল্পনা চূড়ান্ত করেছেন তিনি, যা নির্মিত হবে তিনটি সিক্যুয়েলে। বর্তমানে চলছে চিত্রনাট্য লেখার কাজ।
হৃদয়ের ভাষায়, ‘শাকিব ভাইকে নিয়ে সামনে আমরা বড় ক্যানভাসে একটি সিনেমা করতে যাচ্ছি। এখন সেটির চিত্রনাট্য লেখার কাজ চলছে। সিনেমাটি যেহেতু বড় প্রজেক্ট, তিন পার্টে মুক্তি পাবে—তাই প্রস্তুতির ক্ষেত্রে সময় লাগবে আমাদের। তারপরই এ বিষয়ে ঘোষণা দিবো।’

তিনি আরও বলেন, ‘শাকিব ভাইকে নিয়ে নতুন সিনেমাটি এমন নয় যে, এক পার্ট মুক্তি পেল প্রথমে, তারপর আসবে দ্বিতীয় ও তৃতীয় কিস্তি! এটা আমরা একসঙ্গেই মুক্তি দিবো। এমনকি তিন অংশের শুটিংও টানা শেষ করে ফেলব।’ হৃদয় জানান, নতুন সিনেমার গল্পটি বেশ মনে ধরেছে শাকিব খানের।

নির্মাতা বলেন, ‘‘নতুন সিনেমাটির ইঙ্গিত কিন্তু শাকিব ভাই আমার ‘বরবাদ’ সিনেমার প্রিমিয়ারেও দিয়েছিলেন। জানিয়েছিলেন, আগামীতে বড় কিছু আসছে। আমরা এরিমধ্যে শাকিব ভাইয়ের সঙ্গে গল্প ও চিত্রনাট্য নিয়ে কথা বলেছি, তিনিও রাজি হয়েছেন।’’

শাকিব খানকে নিয়ে একসঙ্গে তিন সিনেমা বানানোর আগে সিয়াম-দীঘিকে নিয়ে এই নির্মাতা নির্মাণ করছেন আরেকটি সিনেমা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *