বদলির আদেশ অমান্য করে ছিঁড়ে ফেলার ঘটনায় আরও ছয়জন এনবিআর কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে একদিনে ১৪ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হলো।
মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকার (উত্তর) রাজস্ব কর্মকর্তা সবুজ মিয়া, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার রাজস্ব কর্মকর্তা শফিউল বশর, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্পের ঢাকার উপ-প্রকল্প পরিচালক অতিরিক্ত কমিশনার সিফাত-ই-মরিয়ম।
এ ছাড়া নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ঢাকার অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার, এনবিআরের দ্বিতীয় সচিব মো. শাহাদাত জামিল এবং ঢাকার কর অঞ্চল-৮ এর অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর মধ্যে প্রথমে আট আদেশে আয়কর অনুবিভাগের আট কর্মকর্তাকে এবং পরে আলাদা আদেশে শুল্ক অনুবিভাগের পাঁচজন ও কর অনুবিভাগের একজন কর্মকর্তার বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হয়।
Now need its dosed, maximum ars corrupted, they were trying to take brief at the name slove return