রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার বেলা ১টা ১৮ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার লিমা খানম জানান, উত্তরার মাইলস্টোন কলেজের কাছে ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে।
তিনি বলেন, ‘ঘটনাস্থলে আমাদের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে এবং আরও দুটি ইউনিট পথে রয়েছে।’
তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

ভিন্ন একটি সূত্র জানিয়েছে, প্রশিক্ষণ বিমানটির বৈমানিক ছিলেন স্কোডেন লিডার তৌকির।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিস, পুলিশ ও অন্যান্য উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। এখনো হতাহতর কোনো খবর পাওয়া যায়নি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপির) দুর্ঘটনার খবর নিশ্চিত করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উত্তরায় বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটি এফ- সেভেন বিজিআই মডেলের।
বিমানটি বেলা ১ টা ৬ মিনিটে উড্ডয়ন করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।