ঈদের নামাজ শেষে চলছে পশু কোরবানি

টাইমস রিপোর্ট
2 Min Read
গাবতলীর হাট থেকে কোরবানির গরু কিনে বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরা। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস

পবিত্র ঈদুল আজহার ঈদ জামাতে নামাজ আদায় শেষে সারাদেশ সকাল থেকে চলছে পশু কোরবানি।

শনিবার সকালে ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের পর রাজধানীসহ দেশের প্রতিটি অঞ্চলে শুরু হয়েছে পশু কোরবানী। ধর্মীয় দায়িত্ব পালন ও ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের সাধ্যমত কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

বাড়ির আশপাশে ফাঁকা জায়গা, গ্যারেজ, রাস্তাঘাট কিংবা হাউজিং এলাকার নির্ধারিত স্থানে, যেখানে সুযোগ মিলেছে সেখানেই চলছে পশু জবাইয়ের কাজ।

গাবতলীর হাটে কোরবানির ছাগল আদর করছে একটি শিশু। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস

এ দিন সকাল ৭টার আগে-পরে রাজধানীর প্রায় সবকটি মহল্লায় পশু জবাইয়ের দৃশ্য দেখা গেছে। বৈরী আবহাওয়ার কারণে এবার একটু আগেভাগেই ঈদের নামাজ শেষে শুরু হয়েছে পশু জবাইয়ের কাজ। অনেক মসজিদেই জামাত হয়েছে সকালে। জাতীয় ঈদগাহ ময়দান ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ছিল মুসল্লিদের উপচে পড়া ঢল।

নামাজ আদায়ের পর চলছে গরু, ছাগল জবাইয়ের কাজ। মাংস কাটা, বণ্টনের পাশাপাশি চলছে পরিচ্ছন্নতার কাজ। দেশজুড়ে চলছে উৎসবের আমেজ। বৃদ্ধ থেকে শিশু সবার মধ্যেই রয়েছে খুশির ঈদের আনন্দ।

জানা গেছে, এবার ঈদে দ্রুত বর্জ্য অপসারণে ঢাকায় সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোতে বিশেষ টিম কাজ করছে। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের পরিকল্পনা নেওয়া করা হয়েছে। এ জন্য সক্রিয় রয়েছেন প্রায় ২০ হাজার ২৬৭ পরিচ্ছন্ন কর্মী।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *