গাজায় ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক বিমান হামলায় অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার সরেজমিন খবরে বলা হয়, শনিবার গাজা সিটির সাবরা এলাকায় একটি আবাসিক ভবনে বোমাবর্ষণে ৭০ জন নিহত হন। নিহতদের মধ্যে নারী ও শিশুসহ এক পরিবারের অন্তত ১৬ সদস্য রয়েছেন।
গাজার নিরাপত্তা বাহিনী এ হামলাকে ‘সম্পূর্ণ গণহত্যা’ বলে অভিহিত করেছে। বাহিনীর মুখপাত্র মাহমুদ বাসেল আল জাজিরাকে জানান, ‘কোনো ধরনের সতর্কতা বা ঘোষণা ছাড়াই’ এ হামলা চালানো হয়।
তিনি বলেন, ‘ভবনটি ছিল বেসামরিক মানুষে পূর্ণ। প্রায় ৮৫ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করছি।’
হামলায় প্রাণে বেঁচে যাওয়া হামেদ কাহিল বলেন, ‘আমরা ধ্বংসের শব্দে ঘুম থেকে উঠেছি। ঈদের দিনে আমরা যেখানে সন্তানদের সাজিয়ে আনন্দ করার কথা, সেখানে তাদের লাশ টেনে বের করছি ধ্বংসস্তূপের নিচ থেকে।’
এই হামলাটি ঈদুল আজহার দ্বিতীয় দিনে সংঘটিত হয়, যখন বহু ফিলিস্তিনি মানবিক সহায়তা নেওয়ার জন্য জড়ো হয়েছিলেন। একটি সহায়তা কেন্দ্রের কাছেই আরেকটি হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন।
চলমান সংঘাতে গাজার শিশুদের মধ্যে তীব্র অপুষ্টির হার বাড়ছে বলে জাতিসংঘ সতর্ক করেছে।
স্থানীয়রা বলছেন, ইসরায়েলের এসব হামলা তাদের ঈদের আনন্দকে কান্না ও শোকের মাতমে পরিণত করেছে। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে।