ঈদযাত্রার ১২ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১২

ইউএনবি
1 Min Read
ফাইল ফটো

ঈদুল আজহা উদযাপন করতে শহর থেকে গ্রামে যাওয়া-আসার ১২ দিনে দুর্ঘটনায় ৩১২ জন প্রাণ হারিয়েছেন। বুধবার রোড সেফটি ফাউন্ডেশ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

দুর্ঘটনাগুলো ৩ জুন থেকে ১৪ জুন সংঘটিত হয়। এতে প্রতিদিন গড়ে নিহত হয়েছেন ২৬ জন। গত বছরের তুলনায় প্রাণহানি বেড়েছে ২৯ দশমিক  শূন্য ৩ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়, সড়ক দুর্ঘটনায় ১ হাজার ২১৮ কোটি ৭২ লাখ ৮৬ হাজার টাকার মানব সম্পদের ক্ষতি হয়েছে।

ঈদের আগে ও পরে ১২ দিনে দেশে ৩৪৭টি সড়ক দুর্ঘটনায় ৩১২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত ১ হাজার ৫৭ জন (গণমাধ্যম ও হাসপাতাল সূত্রে)। নিহতের মধ্যে নারী ৪৭ জন ও ৬৩ শিশু রয়েছে।

এ ছাড়া ১২১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০৭ জন, যা মোট নিহতের ৩৪ দশমিক ২৯ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৪ দশমিক ৮৭ শতাংশ। দুর্ঘটনায় ৪৪ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ১৪ দশমিক ১০ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫১ জন, অর্থাৎ ১৬ দশমকি ৩৪ শতাংশ।

এই সময়ে ৯টি নৌ-দুর্ঘটনায় ১০ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। ৩২টি রেলপথ দুর্ঘটনায় ২১ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেক্ট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *