ইসিতে বিএনপির অভিযোগ

টাইমস রিপোর্ট
2 Min Read
ইসিতে অভিযোগ জমা দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান। ছবি: সংগৃহীত

সংবিধান লঙ্ঘন করে বিগত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম করার কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে ১৯ জনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ জমা দিয়েছে বিএনপি।

রোববার সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল অভিযোগটি জমা দেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ আবেদন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন জমা নেন।

এরপর বিএনপির প্রতিনিধি দল শেরেবাংলা নগর থানায় মামলার জন্য এজাহার জমা দেন।

ইসিতে অভিযোগ জমা দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান। ছবি: সংগৃহীত

বিএনপি নেতা সালাহউদ্দিন খান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার ও সচিবসহ ১৯ জন এবং অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে এ অভিযোগ দিয়েছে বিএনপি।’

‘একইসঙ্গে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর যারা অতি উৎসাহী ছিলেন তাদের বিষয়টি আমরা উল্লেখ করেছি। এটা তারা পরে অনুসন্ধান করে ব্যবস্থা নেবে।’

মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক হিসেবে দায়িত্বপালন করা বিএনপির এ নেতা আরও বলেন, ‘আমরা প্রতিটি জেলার অনিয়মের বিষয় অভিযোগে উল্লেখ করেছি। ডিসি, এসপি, বিভাগীয় কমিশনার, কমিশনার; এদের নাম আমরা উল্লেখ করিনি। কিন্তু তাদের বিরুদ্ধের মামলা করা হবে।’

‘২০১৮ সালে আমি বিএনপির পক্ষ থেকে অভিযোগ দিতে ১৭ বার নির্বাচন কমিশনে এসেছি, কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হয়েছে ৭/৮ বার। বাকি সময় ঢুকতে দেয়নি। ওই সময়ে যে অভিযোগ করা হয়েছিল, সেটার কপি আজকে আবার প্রধান নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে।’

প্রধান নির্বাচন কমিশনার অভিযোগের কপিগুলো রিসিভ করে আইনি ব্যবস্থার বিষয়ে আশ্বস্ত করেছেন বলে জানান সালাহউদ্দিন।

মামলার বিষয়ে তিনি বলেন, ‘যেহেতু তারা সংবিধান লঙ্ঘন করে ফৌজদারি অপরাধ করেছেন, এই কারণে আমরা তাদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করবো।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *