ইসরায়েলের হামলার নিন্দায় সৌদি

1 Min Read
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ছবি: সৌদী সরকারের মন্ত্রণালয়
Highlights
  • ‘এই হামলা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে বিপন্ন করেছে এবং পুরো অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি বাড়িয়েছে।’

 

ইরানে ইসরায়েলের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, ‘এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি সরাসরি হুমকি।’

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে এক টেলিফোন আলাপে যুবরাজ সালমান বলেন, ‘ইসরায়েলি আগ্রাসন ইরানের সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করেছে এবং তা আন্তর্জাতিক নিয়মনীতির পরিপন্থী।’

সৌদি প্রেস এজেন্সি ও ইরানের ইরনা সংবাদ সংস্থা জানায়, এই হামলায় ৭৮ জন নিহত হয়েছেন বলে তেহরান দাবি করেছে, যাদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীও রয়েছেন।

মোহাম্মদ বিন সালমান বলেন, ‘এই হামলা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে বিপন্ন করেছে এবং পুরো অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি বাড়িয়েছে।’

তিনি বলেন, ‘সংঘাত সমাধানে বলপ্রয়োগ নয়, বরং সংলাপ ও কূটনীতিই হওয়া উচিত আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির পথ।’

যুবরাজ ইরানের নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এছাড়া সৌদি যুবরাজ ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গেও আলাদা আলাপ করেন।

মধ্যপ্রাচ্যে অবিলম্বে উত্তেজনা হ্রাস এবং কূটনৈতিক পথে ফিরতে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের ওপর আলোচনায় জোর দেওয়া হয়।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *