ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলায় ‘বিরক্ত’ ফারুকী

টাইমস রিপোর্ট
2 Min Read
সচিবালয়ে সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ফাইল ছবি, ইউএনবি
Highlights
  • উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, 'আমি এখন সরকারের অংশ, অ্যাকটিভিস্ট নই। অ্যাক্টিভিস্ট হলে কথা বলতাম বেশি। সরকারের অংশ হওয়ায় আমাকে কথা কম বলে কাজ বেশি করতে হয়।'

অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে হত্যা মামলা হওয়ার বিষয়টি ‘খুবই বিরক্তিকর’ ও ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, সোমবার (২৮ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি শর্টফিল্ম ‘আলীর’ প্রদর্শনের আমন্ত্রণ নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে গুলিতে নিহত হন বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ। এ ঘটনায় হত্যা মামলায় অভিনেতা ইরেশ জাকেরকে আসামি করা হয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, ‘আমি এখন সরকারের অংশ, অ্যাকটিভিস্ট নই। অ্যাক্টিভিস্ট হলে কথা বলতাম বেশি। সরকারের অংশ হওয়ায় আমাকে কথা কম বলে কাজ বেশি করতে হয়।’

‘ইরেশ জাকেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি। জুলাই আন্দোলনে তিনি জড়িত ছিলেন। ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং (খুবই বিরক্তিকর ও উদ্বেগজনক)। মামলা করেছেন একজন, এটি রাষ্ট্রপক্ষের মামলা নয়। আমরা স্বাধীনতা পেয়েছি, মামলা করার স্বাধীনতা সবার আছে। সেই স্বাধীনতার কেউ অপব্যবহারও করছেন।’

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমি বিশ্বাস করি, পুলিশ এটার সঠিক তদন্ত করবে। যেটা সত্য, সেটার পক্ষে থাকবে, যেটা মিথ্যা সেটা বাতিল করবে।’

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারের অনেক কাজ আমরা প্রকাশ্যে বলতে পারি না। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কোনো কিছু কিংবা যা কিছু সাংস্কৃতির সঙ্গে সম্পর্কিত, সেগুলোর সঙ্গে আমি বা আমার মন্ত্রণালয় জড়িত থাকি। তবে সব ক্ষেত্রে আমরা বলি না এই কাজটি আমরা করছি।’

সংস্কৃতি উপদেষ্টা আরও বলে, ‘আমরা অনেক কাজ করছি। যেটা আমাদের দায়িত্ব। সেই বিষয়ে পিআর (প্রচারণা) করি না।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *