তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে কোর্টে ফিরেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন জ্যানিক সিনার। ঘরের মাঠে খেলতে নামা ইতালিয়ান টেনিস তারকা মঙ্গলবার রাতে ৭–৬ (৭–২), ৬–৩ সেটে হারিয়েছেন আর্জেন্টাইন ফ্রান্সিসকো সেরুনদোলোকে।
রোম মাস্টার্সে এটিই ছিল তাঁর প্রথম বড় পরীক্ষা। চোট ও নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন কোর্টের বাইরে থাকায় শারীরিক ফিটনেস নিয়ে প্রশ্ন ছিল। তবে সেরুনদোলোর বিপক্ষে ম্যাচে সে সব প্রশ্নের জবাব দিয়েছেন ২২ বছর বয়সী এই খেলোয়াড়। ম্যাচ চলাকালীন একবার মেডিকেল টাইমআউট নিয়েছিলেন তিনি, কিন্তু পরের গেমেই ব্রেক করে ম্যাচের নিয়ন্ত্রণ নেন। ম্যাচ শেষে সিনার বলেন, “আমি তিন মাস কোর্টের বাইরে ছিলাম। এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আমার দরকার ছিল।”
চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর এটিই সিনারের প্রথম প্রতিযোগিতা। কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ হবেন কাস্পার রুড অথবা জাউমে মুনার।
একই দিন আরেক ম্যাচে স্প্যানিশ তারকা কার্লোস আলকারেজ ৬–৩, ৩–৬, ৭–৫ সেটে হারিয়েছেন রাশিয়ার কারেন খাচানভকে। ম্যাচটি ছিল আলকারেজের জন্য ক্লান্তিকর, বিশেষ করে শেষ সেটে বেশ কিছু দীর্ঘ র্যালি খেলতে হয়েছে তাঁকে। ম্যাচ শেষে আলকারেজ বলেন, “ব্যথা না থাকলেও ক্লান্তি ছিল। আমাকে প্রচুর দৌড়াতে হয়েছে।”
চলতি মৌসুমে ক্লে কোর্টে ১২ জয় ও ১ পরাজয়ের রেকর্ড নিয়ে খেলতে নামা আলকারেজ কোয়ার্টারে মুখোমুখি হবেন জ্যাক ড্রেপারের, যিনি দিনের অন্য ম্যাচে করেন্টিন মুতেকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছেন।