মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আশ্বস্ত করেছেন যে, শান্তিচুক্তিতে রাশিয়ার সাথে নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করবে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, ‘যুদ্ধবিরতি না হলেও সংঘাত বন্ধ করার আলোচনা করা যেতে পারে।’
ইউক্রেন নিয়ে আলোচনা করার সময় এমন মন্তব্য করেন ট্রাম্প।
সিএনএন জানায়, শীর্ষ ইউরোপীয় নেতাদের একটি প্রতিনিধি দল সঙ্গে এনেছেন জেলেনস্কি, যারা অন্য কক্ষে অপেক্ষা করছিলেন।
হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প বলেন, ‘ইউরোপীয় দেশগুলো হবে প্রথম সারির নিরাপত্তা ঢাল, আর আমরা তাদের সাহায্য করব, আমরা এতে জড়িত থাকব।’
তিনি আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার আহবানের জন্য অপেক্ষা করছেন।
এদিকে, জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতাদের সাথে সমঝোতা বৈঠককে সমর্থন জানান। তিনি আরও বলেন, ‘কূটনৈতিক উপায়ে’ যুদ্ধ অবসানে ইউক্রেনিয়ানরা ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন করে।