রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মীর মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাতজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অপরদিকে, একজন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন-জিয়াউর রহমান, রুবেল হোসাইন, আব্দুর রহমান, ফায়িম তালুকদার, মো. ফিরোজ আহমেদ, মেহেদী হাসান হৃদয় ও ওমর ফারুক। আর কারাগারে পাঠানো অপর আসামি হলেন রিদোয়ান রাফি।
এর আগে, শুক্রবার রাজধানীর তেজগাঁও এলাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ার সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আওয়ামী লীগের নেতাকর্মীসহ নয়জনকে গ্রেপ্তার করে।
মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর তেজগাঁওয়ের রহিম মেটাল মসজিদের সামনে ঝটিকা মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ সময় তারা রাষ্ট্র ও সরকারবিরোধী স্লোগান দেয়। পুলিশ পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে।