আলোচনার জন্য মস্কো পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2 Min Read
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে মস্কো যান। ছবি: ভিডিও থেকে নেওয়া

আলোচনার জন্য মস্কো পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মার্কিন ও ইসরায়েলি হামলার মধ্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য রাশিয়ায় পৌঁছেছেন তিনি।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তির প্রতিবেদনের বরাতে ইরানি সংবাদ সংস্থা জানিয়েছে, আব্বাস আরাঘচি সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। এ সফরে তিনি উচ্চপদস্থ রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

রাশিয়া যাওয়ার পথে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে সংবাদ সম্মেলনে অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি সেখানে বলেন, ‘আমি আজ মস্কো যাচ্ছি এবং আগামীকাল সকালে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একটি বৈঠক হবে। রাশিয়া আমাদের বন্ধু, আমাদের মধ্যে একটি কৌশলগত অংশীদারত্ব রয়েছে। আমরা সবসময় একে অপরের সঙ্গে পরামর্শ করি এবং আমাদের অবস্থান সমন্বয় করি। আগামীকাল প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাব।’

রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য উল্লেখ করে আব্বাস আরাঘচি বলেন, ‘আমরা জানি, রাশিয়া চীনের সঙ্গে মিলে সামরিক অভিযান স্থগিতের একটি প্রস্তাব পেশ করার চেষ্টা করেছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। আমি এ বিষয়ে এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করব।’

মার্কিন হামলার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পারমাণবিক স্থাপনায় হামলাকে আন্তর্জাতিক আইনের ‘গুরুতর ও নজিরবিহীন লঙ্ঘন’ বলে বর্ণনা করেছে। পাশাপাশি এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের পূর্ণ অধিকার রয়েছে বলে জানিয়েছে।

তাসনিম বার্তা সংস্থার বরাতে বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বকে ভুলে গেলে চলবে না যে, কূটনৈতিক প্রক্রিয়ার মাঝপথে যুক্তরাষ্ট্রই বিশ্বাসঘাতকতা করেছে এবং ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডকে সমর্থন দিয়ে এখন ইরানের বিরুদ্ধে বিপজ্জনক যুদ্ধ চালাচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্র কোনো নিয়ম বা নৈতিকতা মানে না। গণহত্যাকারী ও দখলদার এক শাসন ব্যবস্থার লক্ষ্য পূরণের জন্য যুক্তরাষ্ট্র কোনো আইন বা অপরাধের তোয়াক্কা করে না।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *