‘আরমান মনসুর’-কে নিয়ে পূর্ণাঙ্গ সিনেমা হবে

টাইমস রিপোর্ট
2 Min Read

বছরের অন্যতম ব্যবসাসফল ছবি ‘তাণ্ডব’। ছবিটিতে বড়লোকের বখে যাওয়া সন্তান ‘আরমান মনসুর’ চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন সিয়াম আহমেদ। যেখানে দেখা যায়, সিয়ামের চরিত্রটি মানুষরূপী অমানুষ! পর্দায় যতটুকু সময় থাকেন, তার চরিত্র ছিল নেশা, নারী ধর্ষণ এবং খুন নিয়ে! স্বাধীন এবং মিখাইল চরিত্রে শাকিবের অনবদ্য অভিনয়ের মধ্যে সিয়ামের কয়েক মিনিটের হিংস্র অভিনয়ও দর্শকদের মনে দাগ কেটেছেন।

অনেকে মনে করেন, তাণ্ডবের পরিচালক রায়হান রাফী সিয়ামের ‘আরমান মনসুর’ চরিত্র দিয়েই একটি পূর্ণাঙ্গ সিনেমা হতে পারে। সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে একটি ফ্যাশন হাউজের উদ্বোধনে ‘আরমান মনসুর’কে নিয়ে ছবি হবে কিনা প্রশ্ন ছিল সিয়ামের কাছেও।

উত্তরে সিয়াম বলেন, আমার মনে হয়েছিল, এই রকম ক্যারেক্টারকে মানুষ কেন ভালোবাসবে? এটা তো ভালোবাসা পাওয়ার মতো ক্যারেক্টার না। তবে হ্যাঁ, এই ক্যারেক্টারের অন্যরকম একটা সোয়াগ রয়েছে। এই ক্যারেক্টার পপ কালচারে ঢুকে গেছে। তবে আরমান মনসুর থেকে দর্শকদের যে ফিডব্যাক পেয়েছি সেটা ফ্যান্টাস্টিক।

তিনি বলেন, ডিরেক্টরের কাছ থেকে শুরুতে জানতে পেরেছিলাম, আরমান মনসুর শুধুমাত্র ঝলক দেখাতে আসেনি। দর্শকদের যদি পরে আরমান মনসুরের পূর্ণাঙ্গ কোনো কাজ আসে, তাহলে তাণ্ডব হচ্ছে সেটার একটা ট্রেলার বা টিজার।

সিয়ামের উত্তরে কিছুটা বোঝা গেল, হয়তো আগামীতে আরমান মনসুর থেকে নতুন কোনো প্রজেক্ট আসবে। তিনি বলেন, এরপর মনসুর কি করে সেটা জানার জন্য আমি অনেক বেশি আগ্রহী।
সিয়াম তার আগামীর কাজগুলো প্রসঙ্গে জানান, সামনে যে সিনেমাগুলোর লাইনআপ আমার আছে, সেগুলো খুব মজার হবে। কি হবে সেটা জানানোর দায়িত্ব পরিচালক-প্রযোজকদের। তবে যা হবে সত্যি ফ্যান্টাস্টিক কিছু হবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *