আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না: ফখরুল

টাইমস রিপোর্ট
1 Min Read
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বিএনপি। ছবি: সংগৃহীত
Highlights
  • মির্জা ফখরুল বলেন, এটা অনেক বড় সিদ্ধান্ত। এ সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভবিষ্যতে এ অঞ্চলের শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা জড়িত। সরকারের উচিৎ ছিল, দায়িত্ব ছিল বিষয়টা নিয়ে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা।

মিয়ানমারকে ‘মানবিক করিডোর’ দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিৎ ছিল বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয়ে এক পথসভায় তিনি এ বিষয়ে মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘মানুষকে সাহায্য করার বিষয়ে বিএনপির কোনো আপত্তি নেই। কিন্তু এটা হতে হবে সব মানুষের সমর্থনে। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। আমরা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না। এখানে এসে অন্য কেউ গোলমাল করুক তা আমরা চাই না।’

মিয়ানমারের সংকটে সরকার মানবিক করিডোর দিতে যে সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘এটা অনেক বড় সিদ্ধান্ত। এ সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভবিষ্যতে এ অঞ্চলের শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা জড়িত। সরকারের উচিৎ ছিল, দায়িত্ব ছিল বিষয়টা নিয়ে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। তারা এটা না করে এককভাবে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। যা দু:খজনক।’

তিনি আরও বলেন, ‘গাজাতে এখন যুদ্ধ চলছে। সেখানে যাওয়া যায় না। কিন্তু জাতিসংঘ থেকে সেখানে খাবার-ওষুধ পাঠাতে হলে জর্ডান অথবা মিশর থেকে রাস্তা তৈরি করে গাজাতে পাঠাতে হয়। ভালো কথা, মানবিকতার দরকার আছে। আমার কথা হচ্ছে আজকে বাংলাদেশকে ওই জায়গাতে পৌঁছাতে হলো, যে বাংলাদেশকে একটা হিউম্যান প্যাসেজ দিতে হচ্ছে।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *