অলৌকিক!

1 Min Read
আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া যাত্রী। ছবি: আনন্দবাজারের ভিডিও থেকে নেওয়া

আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছেন এক যাত্রী! সেখানকার পুলিশ কমিশনার জিএ মালিক এ তথ্য জানিয়েছেন। বেঁচে যাওয়া ব্যক্তি ব্রিটিশ নাগরিক বলে জানা গেছে।

সংবাদ সংস্থা এএনআই-কে তিনি জানান, পুলিশ তাকে খুঁজে পেয়েছে। ১১এ আসনের ওই যাত্রী বর্তমানে হাসপাতালে ভর্তি। তার চিকিৎসা চলছে।

গুজরাটের আহমেদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে যাত্রা শুরুর পাঁচ মিনিট পরেই ভেঙে পড়েছে লন্ডনগামী বিমানটি। বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) জানিয়েছে, ওই উড়োজাহাজে ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন।

ঘটনার একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ওড়ার কিছুক্ষণ পরেই বিমানের লেজের অংশটি নিচের দিকে নামতে নামতে হঠাৎ মাটিতে ভেঙে পড়ে। বিমানটি ভেঙে পড়েছে বিমানবন্দর চত্বরের মধ্যেই। ঠিক তার পাশেই মেঘানিনগর এলাকা।

বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নায়ডু। তিনি জানিয়েছিলেন, বিমানের সকল আরোহীই নিহত হয়েছেন। ঠিক তার পরেই সংবাদ সংস্থা এএনআই আহমেদাবাদের সিপিকে উদ্ধৃত করে জানিয়েছে, এ  ঘটনায় প্রাণে বেঁচেছেন একজনই।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *