অভিনেত্রী মেঘনা আলমকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে মেঘনাকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। পরে বিশেষ ক্ষমতা আইনের ৩(১) ধারায় তার বিরুদ্ধে অর্পিত ক্ষমতা প্রয়োগ করে তাকে ৩০ দিনের জন্য আটকাদেশ দেন আদালত।
আদেশে বলা হয়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২ (এফ) ধারা অনুযায়ী জননিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। পরবর্তীতে তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
এর আগে বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় মেঘনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে অভিযোগ করেন, পুলিশ পরিচয়ধারীরা তার বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করছে। প্রায় ১২ মিনিট পর লাইভটি হঠাৎ বন্ধ হয়ে যায় এবং তা মুছেও ফেলা হয়।
২০২০ সালের ৫ অক্টোবর মেঘনা আলম ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন। পরিবেশ রক্ষায় প্লাস্টিক পুনর্ব্যবহার এবং নারী উদ্যোক্তা তৈরিতে ভূমিকার জন্য তিনি এ স্বীকৃতি পেয়েছিলেন।