অনুমোদনহীন মেডিকেল সেন্টার বন্ধের দাবি

টাইমস রিপোর্ট
1 Min Read
গালফ হেলথ কাউন্সিল (জিএইচসি) অনুমোদিত মেডিকেল সেন্টারের মালিকদের সংবাদ সম্মেলন। ছবি: টাইমস

নির্ধারিত নীতিমালা অনুসরণ না করে ‘ভুয়া স্বাস্থ্য সনদ’ ইস্যু করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গালফ হেলথ কাউন্সিল (জিএইচসি) অনুমোদিত মেডিকেল সেন্টারের মালিকরা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন মেডিকেল সেন্টারের মালিকদের সমন্বয়কারী মেজবাহ উদ্দিন সাঈদ।

তিনি বলেন, ‘ঢাকার ভেতরে অনুমোদনহীন মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার নামে নির্ধারিত ফিয়ের তিন-চার গুণ অর্থ আদায় করা হচ্ছে এবং ভুয়া স্বাস্থ্য সনদ দেওয়া হচ্ছে।’

অনুমোদনহীন এসব সেন্টার বন্ধ করে এই অনৈতিক কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য পরীক্ষার নামে জালিয়াতি ও ভুয়া সনদ প্রদান শুধু অনৈতিক নয় বরং জিএইচসি নীতিমালা ও বাংলাদেশের প্রচলিত আইনেরও পরিপন্থী, যোগ করেন তিনি।

মেজবাহ উদ্দিন সাঈদ আরও বলেন, ‘ভুয়া স্বাস্থ্য সনদধারীদের পুনরায় সেখানে স্বাস্থ্য পরীক্ষা করা হলে অনেকে আনফিট হয়ে সর্বস্ব হারিয়ে দেশে ফিরে আসছে। ফলে দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে এবং ফলশ্রুতিতে বিভিন্ন দেশ থেকে ভিসা প্রদান বন্ধের উপক্রম হয়েছে।’

এ উপস্থিত মেডিকেল সেন্টারের মালিকরা জানান, সৌদি কনসার্ন অথরিটিকে সরকারের পক্ষ থেকে সরাসরি জানানো দরকার যে, কিছু পদ্ধতি ‘বাইপাস’ করে এভাবে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, যা সংশ্লিষ্ট দেশের জন্যও বিপদজনক হতে পারে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *