সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে।
বার্তা সংস্থা বাসস জানায়, সম্প্রতি দর্শনার্থীর সঙ্গে অসদাচরণ ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে কাছারি বাড়িতে হামলার জেরে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার সকালে কাছারি বাড়ির তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান বলেন, ‘অনিবার্য কারণে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। পুরো বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নজরদারিতে রয়েছে।’
অভিযোগ রয়েছে, গত ৮ জুন, ঈদের ছুটিতে জনৈক প্রবাসী সপরিবারে কাছারি বাড়িতে বেড়াতে গেলে বাকবিতণ্ডার জেরে তাকে অফিস কক্ষে আটকে রেখে মারধর করা হয়। এর প্রতিবাদে ১০ জুন স্থানীয় জনতা বিক্ষোভ মিছিল নিয়ে কাছারি বাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।