সিলেটে চলছে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ক্রিকেটের এই ব্যস্ততার ডামাডোলেই বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা। সোমবার সিলেটের একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে এই সভা, যেখানে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সভায় সশরীরে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। বাকিরা যুক্ত হয়েছিলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে।
সভা শেষে সিলেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আসেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান ফাহিম। সেখানেই জানান, বহুল আলোচিত বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে আসন্ন অক্টোবরের প্রথম সপ্তাহে। আনুষ্ঠানিক দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও বিসিবির একটি সূত্র জানিয়েছে, সম্ভাব্য দিন হতে পারে ৪ অক্টোবর। গঠন করা হবে ইলেকশন কমিটি।
তিন বছরের চুক্তিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দায়িত্ব তুলে দেয়া হচ্ছে বিশ্বখ্যাত স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজির হাতে। যাদের অভিজ্ঞতা আছে আইপিএলের মতো বড় টুর্নামেন্ট আয়োজনেরও।
দুই বছরের জন্য সাইমন টফেল আসছেন বাংলাদেশ। বাংলাদেশের ঘরোয়া ও আন্তর্জাতিক প্যানেলের ম্যাচ রেফারি, আম্পায়ারদের সাথে চলবে তার কার্যক্রম। এছাড়া সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে বিশেষায়িত ব্যাটিঙ্গ প্রোগ্রাম ও লেভেল থ্রি কোচিং কোর্স।
বিপিএলের স্বাধীন তদন্ত কমিটির দেয়া রিপোর্টের ভিত্তিতে বিসিবির করণীয় নির্ধারণে চার সদস্যের একটি ইমার্জেন্সি টিমও গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন, ফাহিম।