বাংলাদেশ সেনাবাহিনী হজ দল, ২০২৫-এর পাঁচ দিনব্যাপী প্রস্তুতিমূলক প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (২১ এপ্রিল) ঢাকা সেনা নিবাসের সেনা মালঞ্চে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি।
চলতি বছরে হজ পালনে মনোনীত বাংলাদেশ সেনাবাহিনীর ২২৬ জন সদস্য দুটি পৃথক ফ্লাইটে সৌদি আরব যাবেন। হজের গুরুত্বপূর্ণ ও কষ্টসাধ্য ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের জন্য মানসিক, শারীরিক প্রস্তুতি নিশ্চিত করতেই এ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। পাশাপাশি এতে অংশগ্রহণকারীদের মধ্যে শৃঙ্খলা, দলগত ঐক্য এবং আত্মিক প্রস্তুতি জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণ পরিদর্শনকালে সেনাপ্রধান হজযাত্রীদের শুভকামনা জানান এবং তাদের যাত্রা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও আত্মিকভাবে পরিপূর্ণ হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেন। হজ সংক্রান্ত এই কার্যক্রমে তার সরাসরি উপস্থিতি সেনাবাহিনীর ধর্মীয় ও সাংগঠনিক দায়বদ্ধতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরেই হজ পালনের জন্য তাদের সদস্যদের একটি সুনির্ধারিত কাঠামোর আওতায় প্রস্তুত করে থাকে। এটি একদিকে দেশের ধর্মীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা এবং অন্যদিকে বাহিনীর সদস্যদের সামগ্রিক কল্যাণ নিশ্চিতের প্রয়াস। প্রশিক্ষণে স্বাস্থ্যবিধি, দলগত সমন্বয় এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়, যা সৌদি আরব সরকারের বিধান অনুসারে তৈরি।
চলতি বছরে হজে বিশ্বজুড়ে প্রায় ২০ লাখ মুসলমান অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। সৌদি কর্তৃপক্ষ হজ ব্যবস্থাপনায় ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করতে কাজ করে যাচ্ছে।