শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে সেলিব্রিটি শো ‘স্টার নাইট’। এ পর্বে অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম।
ক্যারিয়ারের শুরু থেকে দর্শকনন্দিত এ অভিনেত্রী নাটক, চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি একজন মডেল, নৃত্যশিল্পী এবং উপস্থাপক হিসেবেও অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। স্থাপত্যবিদ্যায় পড়াশোনা শেষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন।
বর্ণাঢ্য ক্যারিয়ারের বহু স্মৃতি, ঘটনা, অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। রয়েছে সাফল্য-ব্যর্থতা, সুখ-দুঃখের গল্প, যার অনেক কিছুই। হয়তো প্রকাশ করেননি কখনও। এ অনুষ্ঠানে সেসব কথা উঠে আসবে।
সেই সঙ্গে এ অভিনেত্রী তার সহকর্মী, কাছের বন্ধু, এবং পরিবারের সদস্যরা তার সম্পর্কে বলবেন। অনুষ্ঠানে তার প্রিয় নাটক, চলচ্চিত্রের ক্লিপিংসও দেখানো হবে। মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।
অপি করিমকে সবশেষ দেখা গেছে উৎসব সিনেমায়। তানিম নূর পরিচালিত সিনেমাটি গেল কোরবানি ঈদে মুক্তি পায়। অপি ছাড়াও এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে।