ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পুঁজিবাজারে তাকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।
বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন খন্দকার রাশেদ মাকসুদ।
কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলী রুবায়াত-উল-ইসলামকেও আজীবনের জন্য পুঁজিবাজার সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করা করা হয়েছে।
আইএফআইসি গ্যারান্টিড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড ইস্যুকে ঘিরে অনিয়ম, বিভ্রান্তিকর বিজ্ঞাপন ও বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠানের ভুল তথ্য উপস্থাপনের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বন্ডটি এমনভাবে প্রচার করা হয়েছিল যেন এটি আইএফআইসি ব্যাংক পিএলসি ইস্যু করেছে। বাস্তবে, এটি ছিল একটি বেসরকারি রিয়েল এস্টেট কোম্পানি শ্রীপুর টাউনশিপ লিমিটেডের বন্ড। বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টিকারী এই বন্ড ইস্যুতে প্রচার ও উপস্থাপনায় গুরুতর অনিয়ম পাওয়া গেছে।
এই ঘটনার জন্য সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা করা হয়েছে এবং তাকে আজীবনের জন্য পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একইভাবে, বন্ড অনুমোদনের সময় বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকা শিবলী রুবায়াত-উল-ইসলামকেও আজীবনের জন্য পুঁজিবাজার কার্যক্রমে নিষিদ্ধ করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত আরেক সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমদকে পাঁচ বছরের জন্য বাজার কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে।