সাম্য হত্যা: স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ‘লং মার্চের’ হুঁশিয়ারি

টাইমস রিপোর্ট
2 Min Read
শাহরিয়ার আলম সাম্য। ফেসবুক থেকে নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি না হলে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ‘লং মার্চের’ হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

সাম্য হত্যার বিচারের দাবিতে ১৮ মে শাহবাগ থানা ঘেরাও করেন সাধারণ শিক্ষার্থীরা। ছবি: টাইমস

মঙ্গলবার দুপুরে ইনস্টিটিউট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। সাম্য হত্যার বিচার দাবিতে ৯ দফা দাবি তুলে ধরেন তারা।

সাম্যের বন্ধু ও সহপাঠী সোহেল রানা সাব্বির বলেন,  ‘আমরা বৃহস্পতিবার পর্যন্ত তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করব। সন্তোষজনক অগ্রগতি না হলে সেদিন কলাভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করব এবং সেখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ করব।’

এর আগে, রোববার সাম্য খুনের মামলায় ‘প্রকৃত হত্যকারী’ গ্রেপ্তারে শাহবাগে দিনভর অবস্থান নেয় জাতীয়তাবাদী ছাত্রদল। একই দাবিতে শনি ও রোববার শাহবাগ থানা ঘেরাও করে সাম্যর সহপাঠী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সাম্য হত্যা মামলায় ১৪ মে তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিনই তাদের আদালতের নির্দেশে কারাগারে। পরে তাদের রিমান্ডে আনা হয়।

১৩ মে রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসার সময় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগায় কথা কাটাকাটির জেরে দুর্বৃত্তরা সাম্যকে ছুরিকাঘাত করে। রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাম্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন তিনি। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকায়।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *