সচিবালয়ের আন্দোলন ‘স্থগিত’

টাইমস রিপোর্ট
2 Min Read
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ' বাতিলের দাবিতে টানা আন্দোলনকে ঘিরে মঙ্গলবার সচিবালয়ে নেওয়া হয় কড়া নিরাপত্তা। ছবি: টাইমস

আলোচনার সুবিধার্থে বুধবার সকাল ১০টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছেন সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারীরা। মন্ত্রিপরিষদ সচিবকে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দাবি জানানো হবে, তার পর সিদ্ধান্ত হবে-এমন শর্তে আন্দোলন স্থগিতের এ ঘোষণা এসেছে।

মঙ্গলবার সচিবদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে আন্দোলনরত উভয়পক্ষের প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।

এর আগে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মচারীদের আন্দোলনরত বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে সচিবদের বৈঠক হয়েছে।

এ বিষয়ে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, ‘আমরা কয়েকজন সচিব বসে তাদের বক্তব্য শুনেছি। আসলে আমরা উভয়পক্ষই সরকারের কর্মচারী। সরকার একটা আইন করেছে। তারা এ বিষয়ে সংক্ষুব্ধ হয়েছে। তারা আইনটি বাতিল চেয়েছে। আমরা তাদের বক্তব্যের সারাংশ বুধবার মন্ত্রিপরিষদ সচিবের কাছে উপস্থাপন করবো। পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার।’

তিনি বলেন, ‘আলোচনার স্বার্থে আন্দোলনকারীরা তাদের কর্মসূচি বুধবার সকাল ১০টা পর্যন্ত স্থগিত করেছেন।’

আন্দোলন স্থগিতের তথ্য জানাতে প্রেস ব্রিফিং। ছবি: সংগৃহীত

এর আগে মঙ্গলবার বিকাল পৌনে ৩টায় ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কর্মচারী নেতাদের সঙ্গে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। সভায় আরও পাঁচজন সচিব অংশ নেন। এছাড়া সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সভায় যোগ দেন।

সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি বৈঠক করেন। ওই সভায় সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সেই সভা থেকেই কর্মচারী নেতাদের সঙ্গে কথা বলতে ভূমি সচিবকে দায়িত্ব দেওয়া হলে এ বৈঠক হয়।

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে কর্মচারীদের বিক্ষোভের মুখে কয়েক দিন ধরে সচিবালয় কার্যত অচল হয়ে পড়েছে। মঙ্গলবার সকাল থেকে সচিবালয়ে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। সচিবালয়ের প্রধান ফটকে দেখা গেছে, সোয়াট সদস্যরা মোতায়েন রয়েছে।

কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যেই সচিবালয়ের ভেতরে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেন কর্মচারীরা। এদিন সচিবালয়ে কোনো দর্শনার্থী প্রবেশ না করতে নিষেধাজ্ঞা দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ের ভেতরে ও বাইরে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ সদস্য।

‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ নামে প্ল্যাটফর্মে চলছে এই আন্দোলন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *