শেষ ওভারে ছক্কার হ্যাটট্রিক, স্টইনিসকে সঙ্গে নিয়েই ইতিহাস গড়লেন পাঞ্জাব অধিনায়ক
লাহোরে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পর এবার নাটকের মঞ্চ বসলো আহমেদাবাদে—তবে আইপিএলে। ২০১৪ সালের পর প্রথমবারের মতো আইপিএল ফাইনালে উঠল পাঞ্জাব কিংস। টানটান উত্তেজনার ম্যাচে ১৯তম ওভারে শ্রেয়াস আইয়ারের তিন ছক্কায় মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে স্বপ্নের ফাইনাল নিশ্চিত করে দলটি।
জয়ের জন্য শেষ ১৩ বলে পাঞ্জাবের প্রয়োজন ছিল ২৪ রান। ঠিক এমন সময় ধারাভাষ্যকক্ষে বসে রবি শাস্ত্রী মনে করিয়ে দিচ্ছিলেন—মুম্বাই দুইশ’র বেশি রান করে কখনো হারেনি! কিন্তু আইয়ার সে গল্প নতুন করে লিখলেন। আশিনী কুমারের করা ১৯তম ওভারে চারটি ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে দেন পাঞ্জাব অধিনায়ক, খেলেন ৮৭ রানের দুর্দান্ত ইনিংস।
এর আগে ২০৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি পাঞ্জাব। পাওয়ার প্লেতে হারায় প্রাভসিমরান, প্রিয়ানশ ও ইংলিসের মতো গুরুত্বপূর্ণ উইকেট। ইংলিস ঝড়ো শুরু করে ২১ বলে ৩৮ রান করলেও, হার্দিক পান্ডিয়ার বাউন্সারে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর দায়িত্ব কাঁধে তুলে নেন আইয়ার ও ওয়াদেরা।
দুজনের ৮৪ রানের জুটি ম্যাচে ফেরায় পাঞ্জাবকে। ওয়াদেরা আউট হন ৪৮ রানে, কিন্তু থামেননি আইয়ার। শেষ দিকে স্টইনিসকে সঙ্গী করে জয়ের দিকে এগিয়ে যান। আশিনী কুমারের ওভারে প্রথমে নো বল, তারপর ফ্রি হিটে ছক্কা—ম্যাচ একরকম এখানেই শেষ!
এর আগে ব্যাট করতে নেমে তিলক ভার্মা (৪৪), সুরিয়াকুমার (৪৪), বেয়ারস্টো (৩৮) ও নামান ধীরের (৩৭*) ব্যাটে ভর করে ২০৩ রান তোলে মুম্বাই। তবে বড় স্কোরও রক্ষা করতে পারেনি তাদের।
এবার ফাইনালে পাঞ্জাবের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এক যুগ পর শিরোপার হাতছানি নিয়ে মাঠে নামবে তারা—শ্রেয়াস আইয়ারের এমন ক্যাপ্টেনস নক কি নিয়ে আসবে স্বর্ণালী সমাপ্তি?