শিবলী রুবাইয়াতের ভবন জব্দের আদেশ

টাইমস রিপোর্ট
1 Min Read
বিএসইসি-এর সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম। ছবি: সংগৃহীত

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামের জমিসহ দশ তলা ভবন জব্দের আদেশ দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ এ তথ্য জানান।

দুদকের পক্ষে সংস্থাটির উপ-পরিচালক মো. মাসুদুর রহমান এসব সম্পদ জব্দের আদেশ চেয়ে আবেদন করেন।

শিবলী রুবাইয়াত উল ইসলামের ১০ তলা ভবনটি সাভারে ১৫ কাঠা জমির ওপর নির্মিত।

দুদকের আবেদনে বলা হয়েছে, আসামি শিবলী রুবাইয়াত উল ইসলাম ভুয়া বাড়িভাড়া চুক্তিনামা দেখিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে এক কোটি ৯২ লাখ টাকা বা প্রায় দুই লাখ ২৬ হাজার ৩০৮ মার্কিন ডলার ঘুষ গ্রহণ করেন। এছাড়া তিনি ভুয়া বিক্রয় চুক্তি দেখিয়ে পণ্য রপ্তানি না করে প্রতারণা ও জাল-জালিয়াতির আশ্রয় গ্রহণ করেন এমন অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।

তদন্তকালে জানা যাচ্ছে, আসামি শিবলী রুবাইয়াত উল ইসলাম পারিবারিক ব্যয় ঘোষণা দিয়ে আনীত অর্থ পরবর্তীতে ঘরভাড়ার অগ্রিম হিসাবে প্রাপ্তি দেখিয়ে এবং ওই অর্থ দিয়ে বর্ণিত সম্পত্তি তৈরি করছেন। অর্থাৎ বর্ণিত সম্পত্তিটি মানি লন্ডারিংয়ের মাধ্যমে পাওয়া অর্থ দ্বারা অর্জিত হওয়ার সম্ভাবনা থাকায় সম্পত্তিটির হস্তান্তর রোধে জব্দ করা একান্ত প্রয়োজন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *