‘শিক্ষার্থীর মুখ চেপে ধরা’ আসল ছবিকে ‘নকল’ বলছে পুলিশ

টাইমস রিপোর্ট
3 Min Read

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একজন ‘শিক্ষার্থীর মুখে চেপে ধরার’ ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি ‘নকল’ বলে দাবি করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে রিউমর স্ক্র্যানার ডটকম-এর অনুসন্ধানে জানা গেছে, ছবিটি আসল এবং ডিএমপি ভুল তথ্য দিয়ে ‘মিথ্যা প্রচারণা’ চালাচ্ছে।

ডিএমপির অফিসিয়াল ফেসবুক পেজে  এ সংক্রন্ত ফটোকার্ড ও ডিএমপির ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রচার করা হয় যে, ‘শিক্ষার্থীর মুখ চেপে ধরা’ ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের ছবিটি এআই দিয়ে তৈরি।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, “একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাকে” নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরির উদ্দেশে তৈরি ছবি ও তা প্রচারের সাথে জড়িতদের এহেন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় ডিএমপি। একইসাথে এ ধরনের “মিথ্যা প্রচারনায়” বিভ্রান্ত না হওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বসাধারণকে অনুরোধ করা হলো।’

জানা গেছে, তিন দফা দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি ‘লংমার্চ টু ঢাকার’ অংশ হিসেবে বুধবার শাহবাগে অবস্থান নেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা দেড়টার দিকে তারা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনার’ দিকে যাত্রা শুরু করলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ইট-পাটকেল বিনিময়ের ঘটনা হয়। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় লাঠিপেটা করার পাশাপাশি সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জল কামান ব্যবহার করে। এতে অন্তত ৬০ জন শিক্ষার্থী আহত হন। পুলিশের কয়েকজন সদস্যও আহত হন বলে জানা যায়।

বুয়েটের পরীক্ষা স্থগিত
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বুয়েটের শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। ছবি: জান্নাতুল ফেরদাউস

এ ঘটনার পর আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে বহিষ্কারের দাবি তোলেন।

এরপরেও রাতেও শাহবাগে অবস্থান করার কথা ঘোষণা করেন শিক্ষার্থীরা।

এদিন রাতে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে গিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থণা করেন।

পরদিন বৃহস্পতিবার ডিএমপির ফেসবুক পেজ এবং ওয়েব সাইটে ওই ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বলে বিভ্রান্তি ছড়ানো হয়।

রিউমর স্ক্যানার ফ্যাক্টচেক করে জানায়,  ডিসি মাসুদ আলমের আন্দোলনকারীর মুখ চেপে ধরার আসল ছবিকেই এআই দিয়ে তৈরি বলে প্রচার করেছে ডিএমপি। তাদের বিশ্লেষণে ছবিতে এআই-জনিত কোনো অসংগতি পাওয়া যায়নি।

এছাড়া রিউমর স্ক্যানার টিম সংশ্লিষ্ট ফটো সাংবাদিকের সাথে যোগাযোগ করে ছবিটির মূল কপি সংগ্রহ করে সেটিও বিশ্লেষণ করে। এছাড়া মূলধারার একাধিক গণমাধ্যমেও একই ছবির ভিন্ন সংস্করণও পেয়েছে রিউমর স্ক্যানার টিম।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *