রাজধানীর শাহবাগে রোববার একাধিক রাজনৈতিক সমাবেশ ও সাংস্কৃতিক আয়োজনকে কেন্দ্র করে যান চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ওই এলাকায় জনসমাগমের কারণে বিকল্প পথে চলাচলের অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি।
একই সময়, বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ সমাবেশ থেকে ঘোষণা করা হবে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’, যা জুলাই ঘোষণাপত্র ও সনদের ভিত্তিতে তৈরি।
এছাড়া, সোহরাওয়ার্দী উদ্যানে ১ থেকে ৪ আগস্ট সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক আয়োজন ‘জুলাই জাগরণ’। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এ উৎসবের আয়োজন করেছে সাইমুম শিল্পীগোষ্ঠী।
এদিকে একই দিনে এইচএসসি ও বিসিএস পরীক্ষাও থাকায় পরীক্ষার্থীদের যথেষ্ট সময় হাতে নিয়ে কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ব্যাপক জনসমাগমের কারণে শাহবাগ ক্রসিং দিয়ে যান চলাচল সম্ভব হবে না। এ অবস্থায় বিকল্প পথে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
উত্তর দিক থেকে সোনারগাঁও ক্রসিং বা বাংলামোটর ক্রসিং হয়ে যানবাহন হেয়ার রোড বা মিন্টো রোড হয়ে চলবে। সায়েন্স ল্যাব ক্রসিং থেকে এলিফ্যান্ট রোড হয়ে কাঁটাবন মোড় হয়ে নীলক্ষেত বা পলাশী, কিংবা হাতিরপুল হয়ে বাংলামোটর লিংক রোডে যাতায়াত করা যাবে।
হাইকোর্ট কদম ফোয়ারা ক্রসিং থেকে আসা যানবাহন মৎস্য ভবন হয়ে হেয়ার রোড বা মগবাজার রোডে যাবে। কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে আসা গাড়ি মৎস্য ভবন থেকে হাইকোর্ট হয়ে গুলিস্তান বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাবে। নীলক্ষেত ক্রসিং বা দোয়েল চত্বর থেকে আসা যানবাহন টিএসসি হয়ে রাজু ভাস্কর্য বা দোয়েল চত্বর হয়ে চলবে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীর সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এদিকে, পৃথকভাবে ছাত্রদল ও এনসিপি জানিয়েছে, সমাবেশ ঘিরে তৃতীয় পক্ষের কোনো অপচেষ্টা ঠেকাতে তাদের নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। দু’টি দলই জানিয়েছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।