অফ ফর্মের কারণে লিটন দাস বাদ পড়েছিলেন চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে। তবে শ্রীলংকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন এই ডানহাতি ব্যাটার। ডিপিএলে পারফর্ম করা নাঈম শেখকেও ডাকা হয়েছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন শ্রীলংকা সফরের দলে।
সোমবার সকাল ১১টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে ১৬ সদস্যের দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
এই বছর বাংলাদেশ ওয়ানডে খেলেছে কেবল দুটো, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে। চ্যাম্পিয়নস ট্রফির সেই দল থেকে এসেছে বেশ কিছু পরিবর্তন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিকুর রহিম খেলছেন কেবল টেস্ট ফরম্যাটে।
চ্যাম্পিয়নস ট্রফির পর গোড়ালির চোটে পড়া তাসকিন আহমেদ ফিরেছেন চোট কাটিয়ে। সর্বশেষ দল থেকে বাদ পড়েছেন নাসুম আহমেদ ও সৌম্য সরকার। সময়মতো পিঠের চোট না সারায় দলে রাখা হয়নি সৌম্যকে। নাসুমের জায়গায় দলে ঢুকেছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম।
গলে প্রথম টেস্টের পর কলম্বোতে দ্বিতীয় টেস্টের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। আগামী ২ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ, ৫ জুলাই একই মাঠে হবে দ্বিতীয় ওয়ানডে। ৮ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডের ভেন্যু পাল্লেকেলে।
বাংলাদেশের শ্রীলংকা সফরের ওয়ানডে দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী, শামীম পাটোয়ারী , রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।