রাকসু ভোটে সিসিটিভি চায় শিবির সমর্থিত প্যানেল

টাইমস রিপোর্ট
1 Min Read
প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেন ছাত্রশিবির প্যানেলের ভিপিপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। ছবি: টাইমস

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে ভোটকেন্দ্রগুলোয় ক্লোজড সার্কিট ক্যামেরা বসানোর দাবি জানিয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’।

বুধবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার বরাবর এক স্মারকলিপিতে এই দাবি জানানো হয়।

স্মারকলিপিতে মোট সাতটি দাবির কথা তুলে ধরে শিবির সমর্থিত এই প্যানেল।

দাবিগুলো হলো-পোলিং এজেন্টদের প্রবেশাধিকার ও দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় সুবিধা নিশ্চিত করা; সাংবাদিকদের জন্য আলাদা আইডি কার্ডের ব্যবস্থা এবং কেবল প্রশাসন অনুমোদিত সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশাধিকার দেওয়া।

এছাড়া ত্রুটিমুক্ত ওএমআর মেশিনে ভোট গণনা এবং বিশেষজ্ঞ টিমের ব্যবস্থা করা, কোনো প্রার্থী প্রযুক্তিগত সমস্যা নিয়ে আপত্তি করলে ম্যানুয়ালি ভোট গণনার ব্যবস্থা, প্রতিটি ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় নেওয়া, ভোটের দিন ক্যাম্পাসে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ এবংনির্বাচন পরিচালনায় কমিশনের পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখা।

স্মারকলিপি দেওয়ার পর বেরিয়ে ছাত্রশিবির প্যানেলের ভিপিপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ সাংবাদিকদের কাছে তাদের দাবির বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, ‘আশা করি, নির্বাচন কমিশন আমাদের দাবিগুলো বাস্তবায়ন করবে।’

এ ব্যাপারে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, ‘আমরা একটি সুশৃঙ্খল নির্বাচন আয়োজনের চেষ্টা করছি। ছাত্রদল ও ছাত্রশিবির যে দাবিগুলো জানিয়েছে, সেগুলো আমরা গ্রহণ করেছি। এর মধ্যে যেগুলো নির্বাচনের আগে বাস্তবায়ন সম্ভব, সেগুলো বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা হবে।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *