গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ও মুক্তিকামী ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে লাখ লাখ জনতা জড়ো হয়েছেন ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে। শনিবার (১২ এপ্রিল) সকাল থেকেই শাহবাগ, নীলক্ষেত, বাংলামোটর, মিরপুরসহ নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জমায়েত হচ্ছে উদ্যানে। বন্ধ হয়ে গেছে শাহবাগ ও আশপাশের সড়কে যান চলাচল।
‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ’ এ সমাবেশের আয়োজন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাঁচটি পয়েন্ট দিয়ে উদ্যানে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে।
সমাবেশকে কেন্দ্র করে কারওয়ান বাজার, শাহবাগসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনা মোতায়েন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে রাজনৈতিক প্রতীক না আনতে এবং কেবল বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের অনুরোধ জানানো হয়।
টিএসসি, তেজগাঁও ও খিলগাঁওয়ে ট্রেনের ছাদে চড়ে কর্মসূচিতে যোগ দিতে আসছেন বহু মানুষ। মিছিলে দেখা গেছে শিক্ষার্থী, ধর্মীয় নেতা, পেশাজীবী ও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদেরও। বেলা ৩টায় গণজমায়েত শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই উদ্যানে নেমেছে জনতার ঢল।
মিছিলকারী অনেকেই বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা এবং বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড বহন করছেন। ফিলিস্তিনি সংগ্রামের সাথে একাত্মতা প্রকাশ করে অনেকে গলায় জড়িয়েছেন খোপকাটা হাজি রুমাল।
আয়োজকরা জানিয়েছন, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এ প্রতিবাদী সমাবেশ। তারা আশা করছেন, সারাদেশ থেকে কয়েক লাখ মানুষ এই সমাবেশে যোগ দেবেন।
এদিকে, সমাবেশ সুষ্ঠু করতে আগে থেকেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীর বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছে