ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি

টাইমস রিপোর্ট
2 Min Read
ভোলাগঞ্জে ফিরিয়ে দেওয়া হচ্ছে লুট হওয়া সাদা পাথর। ছবি: টাইমস

সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন এলাকা থেকে পাথর লুটপাটের ঘটনা তদন্তে গঠিত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেওয়া হয় বলে জানান তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ।

তবে ঘটনার সময় সিলেটের দায়িত্বে থাকা জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ প্রতিবেদনটি গ্রহণ করতে পারেন নি। গত সোমবার তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। বুধবার বেলা ১২টার দিকে সিলেট ছাড়েন তিনি। এরপরই জমা দেওয়া হয় তদন্ত প্রতিবেদ।

প্রতিবেদনে কোন কোন বিষয় উঠে এসেছে, সে বিষয়ে মুখ খোলেননি কোনো কর্মকর্তা।

ভোলাগঞ্জের সাদা পাথর লুট নিয়ে ব্যাপক সমালোচনার মুখে গত ১২ আগস্ট তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসেন সিংহ। দুই সদস্য হলেন-কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহার (বদলীকৃত) ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আফজালুল ইসলাম।

এরই মধ্যে গত সোমবার জেলা প্রশাসক ও কোম্পানীগঞ্জের ইউওন যখন সাদা পাথর পরিদর্শনে ছিলেন তখনেই ডিসি মাহবুব মুরাদকে ওএসডি করা হয় এবং কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে বদলি করা হয়।

লুটপাটকারীদের তালিকা হচ্ছে

সাদা পাথরের পাথর লুটকারীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। তিনি বলেন, ‘সতর্কতার সঙ্গে এই কাজ চলছে। যাতে প্রকৃত দোষীদের নাম তালিকায় আসে এবং নির্দোষ মানুষ হয়রানির শিকার না হন। তালিকা তৈরির পর তা প্রকাশ করা হবে।’

দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদকিদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সিলেটে চোরাচালান ও খনিজ সম্পদ রক্ষায় জনবল বাড়ানো হচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আরও তিনটি ব্যাটালিয়ন স্থাপনের বিষয়ে আলোচনা চলছে। এর মধ্যে একটি ব্যাটালিয়ন স্থাপনের প্রক্রিয়া চলমান। এছাড়াও পুলিশের জনবলও বাড়ানো হচ্ছে। এখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়টিও প্রক্রিয়াধীন। এছাড়া আরও ক্যাম্প এবং চেকপোস্টও বসানো হবে।’

সেনাবাহিনীর সার্বিক সহযোগিতার বিষয়ে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমাদের কথা হচ্ছে রাষ্ট্রের এই সম্পদ তসরুফের সঙ্গে যারা জড়িত বা যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে যেমন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তেমনি এই সম্পদ সুরক্ষায় আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *