ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ ব্যক্তি।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, বুধবার সকাল পৌনে ৬টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, একটি যাত্রীবাহী বাস তিন চাকাবিশিষ্ট ‘মাহিন্দ্রা’গাড়িকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে হতাহত সবাই মাহিন্দ্রার যাত্রী ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) সদর দফতরের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জাশিম।
তিনি জানান, সকালের এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই চারজন নিহত হন। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ‘মাহিন্দ্রাটি কয়েকজন যাত্রী নিয়ে টেকেরহাটের দিকে যাচ্ছিল। যে বাসটির সঙ্গে এর ধাক্কা লাগে, সেটি ছিল ঢাকাগামী।’
দুর্ঘটনার বিস্তারিত তথ্য পরে জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।