ব্যারিস্টার তুরিন ৪ দিনের রিমান্ডে

টাইমস রিপোর্ট
1 Min Read
ছবি: ফোকাস বাংলা নিউজ

রাজধানীর উত্তরায় আব্দুল জব্বার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন আব্দুল জব্বার।

এর আগে উত্তরায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সোমবার (৭ এপ্রিল) রাত ১০টার পর রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডে একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানাসহ নীলফামারীতেও একাধিক মামলা রয়েছে।

২০১৩ সালের ফেব্রুয়ারিতে ব্যারিস্টার তুরিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় সরকার। যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও গোলাম আযমের বিরুদ্ধে মামলায় প্রসিকিউশন পরিচালনা করেন তিনি।

২০১৮ সালে মানবতাবিরোধী অপরাধের এক আসামির সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের নভেম্বরে তাকে প্রসিকিউটরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *