বিশ্বকে বদলে দিতে বাংলাদেশে ব্যবসা নিয়ে আসার জন্য বৈশ্বিক বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বার্তা সংস্থা বাসস জানায়, তিনি বলেন, ‘বিশ্বকে বদলে দেওয়ার জন্য বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ… বাংলাদেশ তা সম্ভব করেও তুলছে।’
বুধবার (৯ এপ্রিল) হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন, ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনের বক্তব্যে একথা বলেন তিনি।
এ শীর্ষ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
স্পেন থেকে অস্কার গার্সিয়া, যুক্তরাজ্য থেকে রোজি উইন্টারটন এবং বাংলাদেশ থেকে নাসিম মঞ্জুর অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুণ বাংলাদেশে ব্যবসা এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন।
এর আগে, এ অনুষ্ঠানে বিনিয়োগে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে চারটি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—দেশি বিনিয়োগকারী ক্যাটাগরিতে ওয়ালটন, বিদেশি বিনিয়োগকারীতে বিকাশ, এবং অন্য দুই ক্যাটাগরিতে স্কয়ার ফার্মাসিটিক্যালস ও ফেব্রিকস।
এছাড়া, সম্মেলনের বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যানকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’ সোমবার (৭ এপ্রিল) থেকে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শুরু হয়েছে। সম্মেলনের মূল লক্ষ্য হলো বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা প্রদর্শন এবং বৈশ্বিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করা।
সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ ৫০টি দেশের ৫৫০ জনের বেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধি অংশ নিচ্ছেন।